ঝালকাঠি সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা না থাকায় করোনা রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এই হাসপাতালের তীব্র শ্বাসকষ্টের রোগীদের পাঠিয়ে দেয়া হচ্ছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এতে রোগীদের অতিরিক্ত খরচের পাশাপাশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, অক্সিজেন সরবরাহের ঘাটতি মেটাতে গত বছরের ২৫ নভেম্বর ১০০ শয্যার ঝালকাঠি সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু হয়। তিন কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে এই প্ল্যান্ট স্থাপনের কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সপেক্টা ইন্টারন্যাশনাল লিমিটেড।