দীর্ঘ এক যুগ পর প্রাণ ফিরে পেল দেশের প্রথম সেচ প্রকল্প নীলফামারীর বুড়িতিস্তা। গতকাল সোমবার (২ আগস্ট) থেকে শাখা ক্যানেলের চার কিলোমিটারে পানি ছাড়া হয়েছে। বর্তমানে পানিতে টইটম্বুর এক হাজার ২১৭ একরের রিজার্ভারটি। উত্তরাঞ্চলে যখন টানা খরায় ব্যাহত হচ্ছিল প্রধান ফসল আমনের আবাদ, ঠিক তখনি বুড়িতিস্তা সেচ প্রকল্পের পানি পেয়ে আনন্দের বন্যা বইছে এলাকার চাষিদের মাঝে।