দীর্ঘ দুই দশকের যুদ্ধ শেষে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার প্রায় শেষ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইরাক থেকেও মার্কিন সেনা প্রত্যাহারের চুক্তি করে ফেলেছে ইরাক ও যুক্তরাষ্ট্র সরকার। তবে আরেক যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় এখনই মার্কিন সেনাদের উপস্থিতির অবসান ঘটানোর কোনো পরিকল্পনা নেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। অথচ এর আগে তিনি মধ্যপ্রাচ্যে আমেরিকার ‘চিরকালীন যুদ্ধের’ অবসান ঘটানোর কথা বলেছিলেন। এখন সেই অবস্থান থেকে সরে যাচ্ছে জো বাইডেনের প্রশাসন।