ফরিদপুরে হঠাৎ ঘূর্ণিঝড়ে দুইটি গ্রামের বাড়িঘর ও গাছপালা লন্ডভন্ড হয়ে গেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘূর্ণিঝড়টি কয়েক মিনিট স্থায়ী ছিল।
বুধবার (২৮ জুলাই) দিবাগত রাত পৌনে ৩টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রাম এবং পার্শ্ববর্তী আলগী ইউনিয়নের পীরেরচর গ্রামে এ ঝড় বয়ে যায়।
ভাঙ্গা উপজেলার চুমুরদী গ্রামের বাসিন্দা মজিবর রহমান মিয়া বলেন, গভীর রাতে হঠাৎ করে পশ্চিম দিক থেকে শোঁ শোঁ শব্দ করে কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে ঘরবাড়ি উড়িয়ে নিয়া যায়। গাছপালা ভেঙে লন্ডভন্ড হয়ে যায়।