পেগাসাস-কাণ্ড নিয়ে বুধবার সকালেই নিজেদের মধ্যে আলোচনায় বসেছিল কংগ্রেস, আপ, সিপিআই, সিপিএম, শিবসেনা-সহ ১৪টি বিরোধী দল। তার পর দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গাঁধী। জঙ্গিদের বিরুদ্ধে নজরদারি চালাতে যে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করা হয়, তা কেন দেশবাসীর উপর ব্যবহার করা হল, এই প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ। সেই সঙ্গে ফোনে আড়ি পাতা নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আঙুল তুলেছেন তিনি।