‘মুজিব বর্ষের দৃঢ় শপথ, মাদক চোরাচালান করব রোধ, মুজিববর্ষের অঙ্গীকার, সুরক্ষিত রাখিব বর্ডার’ এই স্লোগানে কুমিল্লায় ব্যাটালিয়ন ১০ বিজিবি গত ১০ মাসে কুমিল্লার সীমান্তে আটককৃত প্রায় নয় কোটি ২৫ লাখ এক হাজার ৯০০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কোটবাড়ীস্থ বিজিবি ১০ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রাঙ্গণে মাদকদ্রব্য ধ্বংস করা হয়।