বহুতল ভবনে আগুন নেভানোর জন্য প্রায় দেড় বছর আগে তিনটি টার্নটেবল মই কেনে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বিশ্বব্যাংকের অর্থায়নে ৭৪৬ দশমিক ৫ কোটি টাকার একটি প্রকল্পের আওতায় প্রতিটি মই জার্মানি থেকে কিনতে খরচ হয় নয় কোটি টাকা।
কেনার কয়েক মাস পর একটি সরকারি পরিদর্শক দল অবশ্য এর মধ্যে দুটি মইকে রাজধানীর ফায়ার সার্ভিস সদর দপ্তরে অলস পড়ে থাকতে দেখেছে। এ দুটির মধ্যে একটিতে ত্রুটি পাওয়া গেছে। অন্যটি আংশিকভাবে নষ্ট। দুটিরই এখন মেরামত প্রয়োজন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন ডিভিশন (আইএমইডি)। সংশ্লিষ্ট সূত্রে দ্য ডেইলি স্টার জানতে পেরেছে, তৃতীয় মইটিও সম্প্রতি অকেজো হয়ে পড়েছে।