দুই অর্থনীতি তত্ত্বের অন্যতম প্রবক্তার সঙ্গে দুই ঘণ্টা

প্রথম আলো ড. তাসনিম সিদ্দিকী প্রকাশিত: ২১ জুলাই ২০২১, ০৬:০১

৮ জুলাই সারা দিন বেশ কিছুটা চাপা উত্তেজনার মধ্য দিয়েই কাটিয়েছি। কারণ, আজ রাতে আমি জুমে কথা বলব বাংলাদেশের এক প্রবাদ পুরুষের সঙ্গে, তিন-চার মাস ধরে বিভিন্ন বইয়ে তাঁর এবং তাঁর সহকর্মীদের রেফারেন্সই উঠে এসেছে বারবার। তিনি আর কেউ নন, ৫০-এর দশকের আমাদেরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক নুরুল ইসলাম। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সদ্য ডিগ্রি নিয়ে ফেরা নুরুল ইসলাম সেই ১০ জন অর্থনীতিবিদদের একজন, যাঁরা ১৯৫৬ সালে তদানীন্তন পাকিস্তানের পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল্যায়ন করতে গিয়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানে বিরাজমান ‘টু ইকোনমির’ তত্ত্ব প্রকাশ করেছিলেন।


আইয়ুব খানের সঙ্গে ব্রেকফাস্ট মিটিংয়ের পরে লিখেছিলেন সেই বিখ্যাত মেমোরেন্ডাম, যাতে তিনি পাকিস্তানের দুটি প্রদেশের মধ্যে সমতা আনার জন্য পূর্ব পাকিস্তানে জাতীয় বিনিয়োগ ৩০ থেকে ৬০ শতাংশে উন্নীত করার প্রস্তাব করেছিলেন। সাংবিধানিক বাধ্যবাধকতার মাধ্যমে এমন এক কনফেডারেশন প্রস্তাব করেছিলেন, যেখানে ডিফেন্স, বৈদেশিক সম্পর্ক, যোগাযোগের মতো বিষয়গুলো ছাড়া বাকি কর্মকাণ্ড পরিচালিত হবে প্রাদেশিক স্বায়ত্তশাসনের ভিত্তিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us