চাঁপাইনবাবগঞ্জ জেলার চার জন গরুর খামারি দাবি করেছেন, গত ১৪ জুলাই রাজশাহীর রাজাবাড়ীতে বিজিবি, কাস্টমস ও পুলিশের যৌথ চেকপোস্টে ‘মালিকহীন’ ও ‘ভারতীয়’ হিসেবে যে ২২ টি গরু জব্দ করা হয়েছিল সেগুলোর মালিক তারা।
খামারিরা বলছেন, গরুগুলো ভারত থেকে আনা হয়নি। সেগুলোর কয়েকটি স্থানীয় খামারগুলোতে লালন-পালন করা। বাকিগুলো বিভিন্ন হাটবাজার থেকে কেনা হয়েছিল। তাদের অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জ থেকে বিক্রির উদ্দেশ্যে গরুগুলো চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু, চেকপোস্টে কোনো টাকা না দেওয়াতে গরুগুলো জব্দ করে কর্তৃপক্ষ।
খামারিদের ভাষ্য, গরুগুলো জব্দ করার পর থেকে বিভিন্ন সরকারি দপ্তরে এর মালিকানা সংক্রান্ত কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করে কোনো লাভ হয়নি। আটকের পরদিন ১৫ জুলাই কাস্টমস কর্তৃপক্ষ অন্তত ২১ লাখ টাকা মূল্যের গরুগুলো নিলামে তুলে মাত্র নয় লাখ ৩৫ লাখ টাকায় বিক্রি করে দেয়।