দেশে প্রকাশনা শিল্পের সঙ্গে জড়িত প্রায় দুই লাখ পরিবার। প্রকাশকসহ, মূদ্রণ, কাগজ ও কালি শিল্প ওতোপ্রোতভাবে জড়িত এই শিল্পের সঙ্গে। এ ছাড়া আছেন বাইন্ডার, লাইব্রেরিয়ান, শ্রমিক এবং সর্বোপরি লেখক-সম্পাদকরা। করোনাকালে এক দিকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আরেক দিকে বইমেলাগুলোও করা যায়নি।
সবমিলে গত ১৬ মাসে এই খাত কেবল বই বিক্রি থেকেই সাড়ে ১২ হাজার কোটি টাকা ক্ষতির শিকার হয়েছে। করোনার ধাক্কায় এই শিল্পটি এখন মৃতপ্রায়। অন্যান্য শিল্পের মতো বিশেষ প্রণোদনা না দিলে এই খাতটি অস্তিত্ব হারাবে। আর তেমনটি হলে জ্ঞানভিত্তিক ও সৃজনশীল সমাজ গঠন সম্ভব হবে না।