শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখায় সরকারের সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই পীরের ছোট ভাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, শিশুরা খেলার মাঠ, হাট-বাজার সব জায়গায় যেতে পারলেও তাদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে একটি মূর্খ জাতি সৃষ্টি করার দূরভিসন্ধিমূলক উদ্দেশ্যে রয়েছে সরকারের।
দেশের মাদরাসাগুলো বন্ধ করে দেয়ায় সেখানে কোরআন তেলাওয়াত-দোয়া হচ্ছে না। এ কারণে আল্লাহ অসন্তুষ্ট হওয়ায় করোনার তৃতীয় ঢেউয়ে দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক বেশি হচ্ছে বলেও মনে করেন মুফতি ফয়জুল করীম।