বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সামনে। ৯ অক্টোবর পূজা শুরু। বাংলাদেশে এবার দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপন হবে কি না, তা নিয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে কিছু উদ্বেগ আছে বলে শুনতে পাচ্ছি। যদিও কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে, দুর্গাপূজা ভালোভাবে উদ্যাপনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এমনকি মাদ্রাসা শিক্ষার্থীরা পূজামণ্ডপ পাহারা দেবে বলেও খবর প্রচার হয়েছে।
সাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে পরিচিত জামায়াতে ইসলামীও দুর্গাপূজা নির্বিঘ্নে পালনের পক্ষে কথা বলেছে। কিন্তু এতে হিন্দু সম্প্রদায়ের উদ্বেগ কমছে না বাড়ছে, তা বলা আমার পক্ষে সম্ভব নয়। তবে সরকার পরিবর্তনের পর প্রায় দেড় মাসেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি, পুলিশ সব জায়গায় সমান সক্রিয় হয়নি। আন্দোলনের সময় ও পরে এমন সব ঘটনা ঘটেছে যার ফলে পুলিশের মনোবল ভেঙে পড়েছে। নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে সেনাবাহিনীকে দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে।