সিরাজগঞ্জের তাড়াশে টেলিফোন এক্সচেঞ্জের যান্ত্রিক ত্রুটির কারণে তিন বছর ধরে সবগুলো সংযোগ বিকল অবস্থায় পড়ে আছে। ফলে আশঙ্কাজনক হারে গ্রাহকের সংখ্যা কমে যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তাড়াশে টেলিফোন এক্সচেঞ্জ অফিসে জনবল সঙ্কট রয়েছে। একজন লাইনম্যান দিয়ে চলছে অফিসের কার্যক্রম।
আশির দশকে স্থাপিত টেলিফোন এক্সচেঞ্জের গ্রাহক সংখ্যা ছিল ১৭৫ জন। এখন মাত্র ৩৯ জন। সরকারি অফিস বাদে মাত্র একটি স্বেচ্ছাসেবী সংগঠনে সংযোগ রয়েছে। ইদানীং টেলিফোন এক্সচেঞ্জ অফিসটি অধিকাংশ দিনই বন্ধ থাকে। রোববার (১৮ জুলাই) বেলা ১১টার দিকেও অফিস বন্ধ পাওয়া যায়।