‘ঘর বানাইলা কী দিয়া!’

ডেইলি স্টার শরিফুল হাসান প্রকাশিত: ১৫ জুলাই ২০২১, ১৩:৫৬

দেশের ভূমিহীন, গৃহহীন মানুষের জন্য পাকা ঘর নির্মাণের অসাধারণ একটি উদ্যোগ নিয়েছিল সরকার। কিন্তু মুজিববর্ষে অসহায় মানুষের উপহার হিসেবে দেওয়া এসব ঘর নিয়ে এখন নানা অভিযোগ উঠেছে।


বসবাস শুরুর আগেই কোথাও ঘরে ফাটল দেখা গেছে, কোথাও আবার দেওয়াল ধ্বসেই গেছে। কোথাও বৃষ্টির পানিতে ঘর ডুবে গেছে, আবার কোথাও ঘরের নিচ থেকে মাটি সরে ধ্বসে পড়েছে। সব মিলিয়ে হযবরল অবস্থা। কিন্তু প্রধানমন্ত্রী নির্দেশিত এতো গুরুত্বপূর্ণ একটা প্রকল্পের এই অবস্থা কেন? কেন এক টুকরো লোহা ছাড়াই একটা পাকা ঘর বানানো হলো?


সাদা চোখে দেখলে খুব সহজ করে বলা যায় দুর্নীতি হয়েছে। বলার কারণও আছে। কারণ এই দেশে ১০০ টাকার জিনিস এক লাখ টাকা বিল দেখানো হয়, আর রন্ধ্রে রন্ধ্রে চলে দুর্নীতি। কিন্তু একেকটা পাকা ঘর নির্মাণের বাজেট কতো ছিল আপনারা কী কেউ জানেন?


শুনে বিস্মিত হবেন, প্রথম পর্যায়ের একেকটা ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছিল মাত্র এক লাখ ৭১ হাজার টাকা। সঙ্গে পরিবহন ব্যয় চার হাজার টাকা। এবার বলেন, এক লাখ ৭১ হাজার টাকায় কী করে টেকসই পাকা ঘর হয়? তাও সারা দেশে একই নকশায় একই খরচে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us