গাজা উপত্যকায় ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করছে ফিলিস্তিন। বুধবার সংবাদ মাধ্যম নিউ প্রেস জানায়, উত্তর গাজার তুবাস অঞ্চলে আল-ফারিয়া শরণার্থী শিবির থেকে ড্রোনটি ভূপাতিত করা হয়। এ অভিযানে অংশ নেয় শরণার্থী শিবিরের ফিলিস্তিনি তরুণরা। এদিকে ইসরায়েল সেনাবাহিনীও আনুষ্ঠানিকভাবে তাদের একটি ড্রোন খোয়া যাওয়ার কথা স্বীকার করেছে। যদিও তারা বলছে, তুবাস এলাকায় এক অভিযানের সময় কারিগরি সমস্যার কারণে ভূপাতিত হয়েছে ড্রোনটি।