সাইবার হামলার কবলে পড়েছে ইরানের পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইট। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ব্যাপারটিকে ‘সাইবার বিঘ্নতা’ আখ্যা দিয়েছে। এর ঠিক একদিন আগেই হামলার শিকার হয়েছিল রাষ্ট্রীয় রেলওয়ে প্রতিষ্ঠান।
রয়টার্সের প্রতিবেদন বলছে, আক্রমণ চালানো হয়েছে দেশটির ‘মিনিস্ট্রি অফ রোডস অ্যান্ড আরবান ডেভেলপমেন্টের’ কর্মীদের কম্পিউটার সিস্টেমকে লক্ষ্য করে। এতে করে অফলাইনে চলে গেছে মন্ত্রণালয়টির পোর্টাল এবং সাব-পোর্টাল সাইটগুলো।