বিশ্বের গভীরতম সুইমিংপুলের উদ্বোধন করেছে মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক শহর দুবাই। এই পুলের গভীরতা ৬০ মিটার বা ১৯৬ ফুট। এর মাধ্যমে বিশ্ব রেকর্ডটি নিজেদের দখলে নিয়েছে দেশটি। এর আগে এতদিন বিশ্বের সবচেয়ে গভীরতম সুইমিংপুলটি ছিল পোল্যান্ডের দখলে। যার গভীরতা ছিল ৪৫ মিটার বা ১৪৮ ফুট প্রায়।
সিএনএনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গভীর এ সুইমিংপুলটিতে ১৪ মিলিয়ন লিটার (১ কোটি ৪০ লাখ) পানি ধারণক্ষমতা রয়েছে। যা আন্তর্জাতিক অলিম্পিক গেমসে থাকা ৬টি সুইমিংপুলের সমান। ইতোমধ্যেই এই সুইমিংপুলকে বিশ্বের সবচেয়ে গভীরতম সুইমিংপুলের খেতাবে ভূষিত করে গিনেস বুক অব ওয়ার্ল্ড।