গত ৪ ও ৫ জুলাই কালের কণ্ঠে প্রধান সংবাদ হিসেবে গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশিত হয়েছে। এখানে আলোকপাত করা হয়েছে সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বেচ্ছাচারী ব্যবহার নিয়ন্ত্রণে সরকারের আইন প্রণয়ন ভাবনা সম্পর্কে। পৃথিবীর অনেক দেশই সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। আইন প্রণয়ন করে ক্ষতিকর প্রভাব রোধ করতে চাইছে। আমরা মনে করি, আমাদের দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের অশুভ ব্যবহারের বিরুদ্ধে নিয়ন্ত্রণ আরোপে আইন প্রণয়ন এখন সময়ের দাবি।