অনেকটা ধারার বিপরীতেই গোল হজম করেছিল স্পেন। এরপর আবার আলভারো মোরাতার গোলে সমতায়ও ফিরে আসে স্প্যানিশরা। কিন্তু ১২০ মিনিটের লড়াই অমিমাংসিত থেকে যাওয়ার পর টাইব্রেকারে স্বপ্নভঙ্গ হয় স্পেনের। ৪-২ ব্যবধানে জিতে ইউরোর ফাইনালে উঠে যায় ইতালি।
যে মোরাতার গোলে সমতায় ফেরে স্পেন, সেই মোরাতাই টাইব্রেকারে গোল মিস করলেন। ফুটবল এক চরম অনিশ্চয়তার খেলা। ইউরোর প্রথম সেমিফাইনালের রাতে তার উদাহরণও হাতে নাতে মিলল। কেন্দ্রবিন্দুতে স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা।