অকেজো হয়ে যাওয়ায় বেশ কিছু সরকারি জাহাজ, ট্যাংকার ও ড্রেজার শীতলক্ষ্যা নদীতে ফেলে রাখা হয়েছে। সেগুলো সংস্কার বা মেরামত করে আবারও কাজে লাগানো হবে, স্বাভাবিকভাবে এমনটাই মনে হতে পারে যে কারও। কিন্তু না, সেগুলো পড়েই আছে। তা–ও এক–দুই সপ্তাহ বা মাস ধরে নয়, শুনতে অবাক লাগতে পারে, ১০ থেকে ৩০ বছর ধরে। এভাবে নষ্ট হচ্ছে সরকারি সম্পদ। পাশাপাশি নষ্ট হচ্ছে নদীর নাব্যতা, হচ্ছে পরিবেশদূষণও। নদীপথ সংকীর্ণ হয়ে যাওয়ায় অন্যান্য নৌযান চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অথচ বিষয়টি নিয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কোনো আন্তরিক প্রচেষ্টা এত বছরেও দেখা গেল না। সরকারি দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর উদাসীনতা, অবহেলা ও দায়হীনতার এর চেয়ে বড় নমুনা আর কী হতে পারে।