যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের ভেতরে আরও চার জনের দেহাবশেষ পাওয়ার পর মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। িশুক্রবার নিকটবর্তী দ্বিতীয় আরেকটি আবাসিক ভবনকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনার পর বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেন স্থানীয় কর্মকর্তারা, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নর্থ মায়ামি বিচের নগর ব্যবস্থাপক আর্থার সোরি জানিয়েছেন, প্রকৌশলীরা ক্রেস্টভিউ টাওয়ার নামের আরেকটি ভবনে গুরুতর ক্রংক্রিট ও বৈদ্যুতিক সমস্যা পাওয়ার পর অবিলম্বে ভবনটি ছেড়ে যাওয়ার জন্য বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়।