আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র তার সব সৈন্য ফিরিয়ে নিয়ে গেছে কিনা- স্পষ্ট নয়। কিছু সৈন্য রেখে দেওয়ার কথাও বলা হচ্ছিল। আফগানিস্তানে আমেরিকান সৈন্য থাক বা না থাক, তালেবান যোদ্ধাদের পুনর্জাগরণ ঘটছে। সৈন্য প্রত্যাহার শুরুর পর থেকেই তালেবানরা অগ্রসর হচ্ছে জেলাগুলো দখলে নিতে।
যুক্তরাষ্ট্রের সামরিক চাপ কমে যাওয়ায় প্রেসিডেন্ট আশরাফ ঘানির নেতৃত্বাধীন সরকার তার নিয়ন্ত্রণাধীন এলাকা তালেবানদের হাত থেকে রক্ষা করতে পারছেন না। ইতোমধ্যে তালেবানরা ৮০টি জেলা দখল করে নিয়েছে।