নিরেট ভদ্রালোক মানুষ গ্রামের কামাল উকিল। সবাই তাকে ভালো চেনেন। জানেন। প্রতিদিন এলাকার বিচার সালিশে তিনিই মধ্যমনি। যা বলতেন তাই লোকে শুনতেন। রাস্তায় বের হলে আদাব, সালাম পেতেন। বলতে গেলে সর্বজন শ্রদ্ধার মানুষ। তিনিও এলাকার সবাইকে সম্মানের সঙ্গে কথা বলতেন। কোনদিন কথার বরখেলাপ করতেন না। বিয়ে, যাত্রাপালা, কবি আর বাউলগান, ফুটবল খেলা, মোরগ আর ষাঁড়ের লড়াই সহ সামাজিক নানা অনুষ্ঠানে তার সরব উপস্থিতি। এলাকার জনপ্রতিনিধিরাও তার পরামর্শ নিয়ে চলেন।