লকডাউন নিয়ে সরকারের সমন্বয়হীনতা ও পরস্পরবিরোধী সিদ্ধান্ত মানুষকে সংকটে ফেলেছে বলে দাবি করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। পার্টির কেন্দ্রীয় কমিটির জরুরী ভার্চুয়াল সভায় নেতৃবৃন্দ মহামারী দুর্যোগ মোকাবেলায় যুদ্ধকালীন সময়ের মত প্রস্তুতি ও ক্ষিপ্রতা নিয়ে কার্যকরি সমন্বিত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
আজ রবিবার পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, সজীব সরকার রতন, নির্মল বড়ুয়া মিলন, মাহমুদ হোসেন, স্নিগ্ধা সুলতানা ইভা, অরবিন্দু বেপারী বিন্দু ও ইমরান হোসেন।