পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটবোন রোকেয়া বেগম। নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে তিনি এ অভিযোগ করেছেন। গত বুধবার (২৩ জুন) সন্ধ্যায় রোকেয়া বেগমের বাসায় হামলার ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার সকালে ৩২ জনের বিরুদ্ধে একটি থানায় একটি অভিযোগ দেন তিনি।
তবে শনিবার (২৬ জুন) রাত পর্যন্ত অভিযোগটি রেকর্ড হয়নি বলে অভিযোগ রোকেয়া বেগমের। রোকেয়া বেগম অভিযোগ করে বলেন, “এজাহারে ওই ঘটনার ‘নির্দেশদাতা’ কাদের মির্জার নাম থাকায় পুলিশ ‘টেকনিক্যালি অ্যাভয়েড’ করছে। এজাহার দেয়ার পর পুলিশ তাকে মেয়র কাদের মির্জার নাম বাদ দিতে বলেছে।”