বেশিরভাগ নাটকের গল্প একই রকম -সমু চৌধুরী

মানবজমিন প্রকাশিত: ২৪ জুন ২০২১, ০০:০০

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী। বর্তমানে ‘মাশরাফি জুনিয়র’, ‘অ্যানালগ লাইফ’ ও ‘আলো আঁধার’সহ  কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছেন এ অভিনেতা। বিটিভিতে অক্টোবরে প্রচারে আসছে তার অভিনীত ‘জিন্দবাহার’ নামক ধারাবাহিক। এতে ইংরেজের চরিত্রে অভিনয় করছেন তিনি। ২৫০ বছর আগের গল্প নিয়ে এই ধারাবাহিক নাটকটির গল্প। তবে বর্তমান সময়ের নাটক নিয়ে এই অভিনেতা বেশ আফসোস করেন। কিন্তু কেন? উত্তরে তিনি বলেন, এই সময়ের বেশিরভাগ নাটকেরই গল্প একই রকম মনে হয়। তেমন একটা ভিন্নতা খুজে পাই না। নির্মাতার সঙ্গেও চরিত্র নিয়ে আলোচনা করার সুযোগ কম থাকে। এভাবে ভালো কাজ হয় না। টিভি নাটকের বাইরে এই অভিনেতা এখন ব্যস্ত সিনেমার শুটিং নিয়ে। ১৯৯৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর বেশ কিছু ছবিতে অভিনয় করে প্রশংসিত হন তিনি। বর্তমানে তার হাতে আছে ‘লিডার-আমিই বাংলাদেশ’ ‘দামাল’, ‘কথা দিলাম’, ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ ও ‘মনোলোক’ শিরোনামের ছবিগুলো। প্রতিটি ছবিতে অভিনেতাকে নতুন নতুন চরিত্রে দেখা যাবে বলে জানান তিনি। দীর্ঘ সময় দুই পর্দায় কাজ করছেন। এই সময় এবং সেই সময়ের মধ্যে পার্থক্য কি দেখছেন? সমু বলেন, পার্থক্য তো অনেক। সে সময় কাজের আগে জানা যেত কার সঙ্গে কাজ করছি। কে কে থাকছেন নাটকে বা চলচ্চিত্রে। সেভাবে নিজেকে প্রস্তুত করার তাড়া থাকতো। এখন অনেক সময় সেটা শুটিংয়ে যাওয়ার আগে জানতে পারি না। সব আলাপ-আলোচনা এখন সামাজিক যোগাযোগমাধ্যমেই হয়। এছাড়া আগে নতুন-পুরাতনদের মধ্যে অনেক আন্তরিকতা থাকতো কাজের সময়। সেটাও কমে গেছে। তবু মনের আনন্দ নিয়ে কাজ করার চেষ্টা করি। আমাদের টিভি নাটক ও চলচ্চিত্র দুই মাধ্যমই নানা সংকটের মধ্যে আছে। এই সংকট থেকে উত্তরনের পথ কী? এ অভিনেতা বলেন, সবার প্রচেষ্টা থাকলে সব ধরনের সংকট থেকে উত্তরণ সম্ভব। শুধু মুখে বললে হবে না। উত্তরণের জন্য কাজ করতে হবে। এখন কাজের লোক কম, মুখে বলার লোক বেশি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

রংপুরের বিপক্ষে মাশরাফিদের মান বাঁচানো পুঁজি

ঢাকা পোষ্ট | শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
৩ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us