২০২০ সালের গোড়াতে শুরু হওয়া কোভিড-১৯ মহামারির তাণ্ডবে সারা পৃথিবীতে বড় ধরনের সংকট চলছে। ভয়াবহ এই ভাইরাসের তাণ্ডবে এখনো বিভিন্ন দেশ জর্জরিত। এর আক্রমণ থেকে জীবন বাঁচানোর জন্য যে ধরনের ব্যবস্থা নিতে হচ্ছে, তার ফলে জনজীবন হয়ে পড়ে বিপর্যস্ত এবং মানুষের জীবিকা পড়ে ঝুঁকির মুখে। জীবন আর জীবিকার এই দ্বন্দ্বে মানুষ হয়ে পড়ছে নাস্তানাবুদ।