তামাক পণ্যের বহুবিধ ব্যবহারের কারণে বিশ্বে জনস্বাস্থ্য আজ হুমকির সম্মুখীন। বিষয় বিশেষজ্ঞ এবং তামাক প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে যারা নিবিড়ভাবে কাজ করছেন তারা বলছেন মৃত্যু এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতির বিচার-বিশ্লেষণে বিষয়টি মঙ্গলজনক নয়। তামাকের অতিরিক্ত ব্যবহারে মানুষের মৃত্যু ঘটছে, এই মৃত্যু অনেক পরিবারকে ক্ষতিগ্রস্ত করছে। চিকিৎসকদের মতে, তামাকের কারণে হৃদপিণ্ড, লিভার ও ফুসফুসের সবচেয়ে বড় ক্ষতি হয়। পরিসংখ্যান বলছে, এর পাশাপাশি তামাক ব্যবহারের কারণে দেশে ওরাল ক্যান্সারের রোগীর সংখ্যা এখন বেশ বাড়ছে। কেননা এই রোগের অন্যতম উৎস অতিরিক্ত তামাক জাতীয় দ্রব্য গ্রহণ। বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসেবে প্রতিবছর গড়ে ৮ লক্ষ মানুষের মৃত্যুর কারণ তামাকের প্রত্যক্ষ ও পরোক্ষ ব্যবহারে। মধ্য ও নিম্ন আয়ের দেশেই আবার এই মৃত্যুজনিত আঘাতটা তুলনামূলক বেশি। আমাদের দেশেও তামাকের কারণে সৃষ্ট রোগে প্রাণহানির ঘটনা ঘটছে।