পলিথিনে ঢাকা সারি সারি নতুন কবর। হঠাৎ দেখলে গণকবর বলে ভ্রম হতে পারে। কবরগুলো রাজশাহীর গোদাগাড়ীর মহিশালবাড়ী কবরস্থানের। সেখানকার তত্ত্বাবধায়ক মমতাজ উদ্দিন বললেন, ১৮ বছরের চাকরিজীবনে এত নতুন কবর তিনি দেখেননি। এর দেড় কিলোমিটার দূরে গোদাগাড়ী কেন্দ্রীয় কবরস্থান। সেখানেও নতুন কবরের সারি।
মহিশালবাড়ী কবরস্থানে গত দেড় মাসে কবর হয়েছে ৪০টি। আর গোদাগাড়ী কেন্দ্রীয় কবরস্থানে গত এক মাসেই ৩৮টি কবর হয়েছে। কবরস্থান কমিটির ভাষ্য, ৪০ জনের ২১ জন আর ৩৮ জনের মধ্যে ২৪ জন করোনা বা করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।