সমুদ্রে ভাসমান নৌকা থেকে উদ্ধারের পর মাদারীপুরের তরুণ আল আমিনের আশ্রয় হয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটির আশ্রয়কেন্দ্রে। এই আশ্রয়কেন্দ্র লিবিয়ার সীমান্তবর্তী তিউনিসিয়ার শহর জার্জিসে অবস্থিত। সেখানে আল আমিন আছেন ২৫ দিন ধরে। শুধু তিনি নয়, আশ্রয়কেন্দ্রটিতে রয়েছেন আরও বাংলাদেশি।
তিউনিসিয়ার কোস্টগার্ড গত ১৮ মে ভূমধ্যসাগরে ভাসমান একটি কাঠের নৌকা থেকে ৩৫ বাংলাদেশিকে উদ্ধার করে, যাঁদের মধ্যে একজন এই আলামিন। তিনি লিবিয়া হয়ে ইতালি যাওয়ার বিপজ্জনক যাত্রায় নিজের চাচাকে সমুদ্রে তলিয়ে যেতে দেখেছেন। নিজেও কোনোরকমে মৃত্যুর হাত থেকে বেঁচেছেন। তবু তিনি দেশে ফিরতে চান না।
আল আমিন প্রথম আলোকে বলেন, ‘ইতালি যাওয়ার টাকা জোগাড় করতে অনেক ঋণ করেছি। অথচ যেতে পারলাম না। যদি যেতে না পারি, ধারের টাকা শোধ করব কী করে!’