যখন-তখন বৃষ্টি হচ্ছে বিনা নোটিশে। এমন সময় জুতা হওয়া চাই আরামদায়ক। বৃষ্টি-কাদায় ভিজে যাতে নষ্ট না হয়,সেদিকেও খেয়াল রাখা জরুরি। বৃষ্টিবান্ধব বাহারি ডিজাইনের টেকসই জুতা এখন পাওয়া যায় বাজারে। বিস্তারিত জানাচ্ছেন আতিফ আতাউর
‘নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে।/ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আহ্বানে সাড়া দিয়ে সারা দিন ঘরে বসে থাকার সুযোগ অনেকেরই মেলে না। বিশেষ করে নিত্যদিন যাদের বাইরে বেরোতেই হয় বৃষ্টির কারণে জুতা নিয়ে তাদের পড়তে হয় বাড়তি ঝামেলায়। বিশেষ করে চামড়ার জুতা নিয়ে ভুগতে হয় বেশি।