কালা-আজার, কালো জ্বর, ডামডাম ফিভার বা ভিসারাল লেশমানিয়াসিস নামে পরিচিত একটি রোগ। গ্রীষ্মমন্ডলীয় আবহাওয়ায় এই রোগের সংক্রমণ বেড়ে যায়। যা লেশমানিয়া প্রজাতির অন্তর্গত প্রোটোজোয়ান জীবাণুর মাধ্যমে ঘটে। লেশমানিয়াসিসের ৩টি রূপ আছে: ভিসারাল বা কালা-আজার, যা সবচেয়ে মারাত্মক, কোটানিয়াস এবং মিউকোকোটানিয়াস।