মেক্সিকোর সীমান্তবর্তী তিজুয়ানা নগরীর ভোট কেন্দ্র থেকে মানুষের দু’টি মাথা ও অন্যান্য দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার নির্বাচন চলাকালে ভোটারদের মাঝে আতংক সৃষ্টির জন্য এসব দেহাবশেষ রেখে যাওয়া হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, বাজা ক্যালিফোর্নিয়া রাজ্যের প্রসিকিউটররা জানান, নির্বাচন শুরু হওয়ার এক ঘণ্টা পর ভোট গ্রহণ বাধাগ্রস্ত করতে এক ব্যক্তি একটি কেন্দ্রে মানুষের একটি মাথা নিক্ষেপ করে। পরে পুলিশকে ডেকে তা উদ্ধার করা হয়।