মাস দেড়েকের মধ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ে পুরুলিয়ায় মারা গিয়েছেন জনাষাটেক মানুষ। আক্রান্ত কয়েক হাজার। তাহলে পাহাড়ি গ্রামগুলি করোনার ছোঁয়াচ এড়াল কী ভাবে? অযোধ্যা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক জয়ন্ত মাণ্ডি বলেন, 'পাহাড়ের মানুষ অত্যন্ত পরিশ্রমী। তাঁদের শারীরিক ক্ষমতা অনেক বেশি।
সেই সঙ্গে রয়েছে সচেতনতা। সংক্রমণ রোখার জন্য প্রশাসনের তরফে পাহাড় জুড়ে ব্যাপক প্রচার চালানো হয়। দূরত্ব এবং পরিচ্ছন্নতা বজায় রাখা - এই দুই বিষয় অল্প সময়ের মধ্যেই বুঝে ফেলেন আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষেরা। তারই সুফল মিলে