বাংলাদেশ সীমান্ত ও মায়ানমার সীমান্তে পাহাড়ের মাথায় মাথায় তৈরি হচ্ছে ঘাঁটি। অস্থায়ী ছাউনিগুলির কোনওটায় বেঞ্চ পাতা, কোথাও শতরঞ্চি। প্রস্তুতি যুদ্ধকালীন। কিন্তু যুদ্ধটা টাওয়ার ও সিগন্যালের সঙ্গে! রাইফেল হাতে সেনা নয়, খাতা-পেন হাতে ছাউনির উদ্দেশে পাড়ি দেয় ছাত্রের দল। পৌঁছোনোর জন্য পার করতে হয় কয়েক কিলোমিটার পাহাড়-জঙ্গল। সৌজন্যে, অনলাইন সেমেস্টার পরীক্ষা!
কোভিড পরিস্থিতিতে মিজোরাম বিশ্ববিদ্যালয় স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন সেমেস্টার পরীক্ষা শুরু করেছে ২ জুন থেকে। পরীক্ষা চলবে ২৮ জুন পর্যন্ত। কিন্তু অনলাইনে পরীক্ষা দিতে হলে নেটসংযোগ নিরবিচ্ছিন্ন হওয়া বাঞ্ছনীয়। এ দিকে বাংলাদেশ সীমান্তঘেঁষা লুংলে ও মায়ানমার সীমান্তঘেঁষা সিয়াহায় নেটসংযোগ নামে থাকলেও তা কাজে লাগে না। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতিবাদ চালাচ্ছে ছাত্রসংগঠনগুলি, লাভ হয়নি। তাই অনলাইন ক্লাস হোক বা পরীক্ষা, নেটসংযোগ পেতে ছাত্রছাত্রীদের পাহাড়ের মাথায় উঠতে হয়। অনেক গ্রামে ইন্টারনেটও পৌঁছয়নি।