অর্জনের দিক থেকে বিরাট কোহলির ভারত এখনো বহু পিছিয়ে আছে। কপিল দেবের ভারত বিশ্বকাপ জিতেছে। সৌরভ গাঙ্গুলীর ভারত জিতেছে চ্যাম্পিয়নস ট্রফি। মহেন্দ্র সিং ধোনির ভারত তো জিতেছে সবই। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি—আইসিসির প্রতিটি বৈশ্বিক টুর্নামেন্ট। টেস্ট র্যাঙ্কিংয়েও ভারত প্রথমবারের মতো শীর্ষে উঠেছিল ধোনির অধিনায়কত্বেই।
সে তুলনায় কোহলি অধিনায়ক হয়ে জেতেননি তেমন কিছু। জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারাতে পারলে সে অতৃপ্তি দূর হবে কোহলির। সুনীল গাভাস্কারের অবশ্য তর সইছে না। কোহলির ভারতীয় দলকে তিনি এরই মধ্যে সর্বকালের সেরা দল বলে ঘোষণা করেছেন।
বিজ্ঞাপন