রাজস্ব বাড়াতে সম্পদশালীদের সম্পদের উপর সম্পদ কর (সারচার্জ) বাড়ানো হচ্ছে। এ জন্য ন্যূনতম সারচার্জ বাতিল করে স্ল্যাব পুনর্গঠন করা প্রস্তাব করা হয়েছে। আজ জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আয় না থাকলে সম্পদেও উপর সারচার্জ পরিশোধে বিধান বিলুপ্তিরও প্রস্তাব করা হয়।