কিছুদিন আগে সরকারি দলের গুরুত্বপূর্ণ নেতা এবং সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বাজেট নিয়ে এক আলোচনায় ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, এই সংসদে আলোচনা করা যায় না, এটা হ্যাঁ বা না বলার সংসদ। সাবের হোসেনের কথায় সংসদের পরিস্থিতি যতটা খারাপ, ততটা আসলে প্রকাশিত হয়নি। কারণ, তিনি চাইলেই যে কোনো সময়ে যে কোনো বিষয়ে হ্যাঁ বা না বলতে পারেন না। ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যদের হ্যাঁ বা না বলাও পুরোপুরি নির্ভরশীল তার দলের হ্যাঁ বা না বলার ওপর।