প্রধানমন্ত্রী ঢাকায় ডাক বিভাগের নতুন প্রধান কার্যালয় উদ্বোধন করেছেন সম্প্রতি। তাই ডাক পরিষেবা নিয়ে আলোচনার চেষ্টা করছিলেন। ডাকঘর, পোস্টমাস্টার, ডাক হরকরা, ডাকপিওন, লাল রঙের লেটার বক্স পোস্টকার্ড, খাম, ডাকটিকিট, মানি অর্ডার এসবের কথা দেশের মানুষ একরকম ভুলেই গেছে। আমি নিজেও তাই।
আমার ছোটবেলায়, যখন পাবনা জেলার সাবেক সাঁথিয়া থানার (হালের আতাইকুলা) ভুলবাড়িয়া গ্রামে বাস করতাম, শৈশবে দেখতাম খাম, পোস্টকার্ড, পিওন, পোস্টমাস্টারের কী অপরিসীম প্রয়োজনীয়তা। মধ্য ও নিম্ন-মধ্যবিত্তদের জীবনের নির্ভরযোগ্য সাথি ছিল এ যোগাযোগ মাধ্যমটি।
দেশ-বিদেশ থেকে চিঠি আসত খামে আত্মীয়-স্বজনদের কাছ থেকে। তখন বিমান সার্ভিস এ দেশে (গোটা ভারতবর্ষেও) চালু হয়নি। তাই চিঠিপত্র আসত ট্রেন ও বাসে।