এক সপ্তাহ ব্যবধানে দ্বিতীয় বারের মত হালদায় ডিম ছেড়েছে কার্প জাতীয় মাছ। প্রথম দফায় আশানুরূপ ডিম না মিললেও ভারি বৃষ্টির হওয়ায় এবার বেশি ডিম পাওয়ার আশা করছেন সংগ্রহকারীরা। বুধবার সকাল ১০টার পর থেকে হালদায় ডিম ছাড়তে শুরু করে মা মাছ। এরপর ডিম সংগ্রহকারীরা নৌকা নিয়ে নদীর বিভিন্ন অংশে অবস্থান নেয়। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে ডিম সংগ্রহের পরিমাণও।
এর আগে মঙ্গলবার ভারী বর্ষণ হয়। ফলে হালদা নদীতে পাহাড়ি ঢল নামে। পানির তাপমাত্রাও ছিল ডিম ছাড়ার জন্য অনুকূল। লবণাক্ততাও ছিল কম।