ব্যবহারের পর যদি কাজেই না দেয় তবে সেই পণ্য ফেলে দেওয়াই উচিত। ত্বক সুরক্ষায় সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। তবে সব পণ্যের মতো এই প্রসাধনীরও রয়েছে নির্দিষ্ট মেয়াদ। রোদে বাইরে গেলে ত্বক বাঁচাতে সানস্ক্রিনের বিকল্প নেই। সান্সক্রিন কেবল ব্যবহার করলেই হবে না, তার কার্যকারিতা ঠিক আছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে।
তবে সঠিকভাবে সংরক্ষণ করা না হলেও সানস্ক্রিন কার্যকারিতা হারায়। এবং ত্বকে উল্টো রোদপোড়াভাব আনার পাশাপাশি অন্যান্য সমস্যাও সৃষ্টি করে।