কোভিড চিকিৎসায় বহু আক্রান্তকেই দেওয়া হচ্ছে ইনহেলার। কিন্তু এই ইনহেলার কি আদৌ নিরাপদ? এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে কি? বা ইনহেলার ব্যবহার বন্ধ করার পরে কোনও সমস্যা? কী বলছেন চিকিৎসকেরা?
চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলছেন, কোভিডের চিকিৎসায় ইনহেলার ব্যবহার এখন খুব প্রয়োজনীয়। ‘‘কিন্তু এ পার্শ্বপ্রতিক্রিয়ার পরিমাণ তুলনায় অনেক কম। নানা রকম অসুখের চিকিৎসকায় স্টেরয়েড দেওয়ার প্রয়োজন হয় রোগীদের। কখনও খাওয়ার ওষুধ হিসেবে, কখনও ইনজেকশন হিসেবে আবার কখনও বা মলম হিসেবে। এ ছাড়া ইনহেলার হিসেবেও দেওয়া হয়। এ মধ্যে ইনহেলারের পার্শ্বপ্রতিক্রিয়া সব চেয়ে কম,’’ বলছেন তিনি।