আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যারা মুখে দুর্গন্ধজনিত সমস্যায় ভুগে থাকেন। দেখা যায়, নিয়মিত দুইবেলা দাঁত মাজার পরও তাদের মুখে এই কটু গন্ধ তৈরি হয়। যা খুবই অস্বস্তিকর। এর জন্য মাঝেমধ্যে লজ্জায়ও পড়তে হয়।
পুরো বিশ্ব জুড়ে ৮০ মিলিয়ন মানুষ ক্রনিক হ্যালিটোসিস অথবা মুখের দূর্গন্ধের সমস্যায় ভুগে থাকে। এমনটা হতে পারে প্রতিদিনের কোনো অভ্যাসের কারণে অথবা কোনো শারীরিক অসুস্থতার জন্যেও। তবে বেশিরভাগ ক্ষেত্রেই মুখের গাম ও টিস্যুজনিত সমস্যা থেকেই তৈরি হয়ে থাকে এই দূর্গন্ধ।