দুর্যোগের জেরে ফের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, শুক্রবার বাংলা ও ওডিশায় ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকা আকাশপথে পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী। ওডিশার ভদ্রক ও বালেশ্বরের পাশাপাশি তিনি আকাশপথে পূর্ব মেদিনীপুরের ঘূর্ণিঝড় বিধ্বস্ত (Cyclone Yaas) অঞ্চল ঘুরে দেখবেন। ফিরে এসে কলাইকুণ্ডা বিমানঘাঁটিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার মমতা নিজেই এই বৈঠকের কথা জানিয়েছেন। ইয়াসের ক্ষয়ক্ষতির হিসেব করার পাশাপাশি ত্রাণ ও পুনর্বাসন নিয়ে দুই নেতা-নেত্রীর মধ্যে আলোচনা হবে বলে নবান্ন সূত্রের খবর। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও। প্রধানমন্ত্রী বাংলায় পা রাখার আগেই অবশ্য মুখ্যমন্ত্রী শুক্রবার সকাল থেকে দুই ২৪ পরগনা জেলায় আকাশপথে দুর্গত এলাকা পরিদর্শনে বেরোবেন।