মোংলায় ভেঙেছে কাঁচা ঘর, প্লাবিত চিংড়ি ঘের

এনটিভি প্রকাশিত: ২৭ মে ২০২১, ১০:০০

ঘুর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভাবে বাগেরহাটের মোংলায় জলোচ্ছ্বাসে ৫১০টি কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বুধবারের এই জলোচ্ছ্বাসে উপজেলার চিলা, চাঁদপাই ও বুড়িরডাঙ্গা ইউনিয়নের প্রায় ৭০০ পরিবার পানিবন্দি হয়ে পড়ে। এরই মধ্যে গতকাল এসব পরিবারের মধ্যে শুকনো খাবার ও খিচুড়ি বিতরণ করা হয়েছে।


এদিকে, আজ বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন এনজিওর মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার। এর আগে গতকাল ত্রাণ সহায়তা করেন স্থানীয় সাংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। তিনি আজ সকালেও এসব এলাকা পরিদর্শন করেছেন এবং সহায়তা দিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us