ঘূর্ণিঝড় ইয়াসের কারণে দিনভর দেশের আকাশ ছিল মেঘে ঢাকা। বিশ্বজুড়ে আজ বুধবার সন্ধ্যায় চন্দ্রগ্রহণ ও ব্লাড মুন হওয়ার কথা ছিল। সেই মহাজাগতিক ঘটনা হয়েছে। তবে আকাশ মেঘলা থাকায় রাজধানী ঢাকা থেকে এই রক্তিম চাঁদের দেখা মেলেনি। তবে পাবনার রেলস্টেশন এলাকা থেকে রক্তিম চাঁদের দেখা মিলেছে। জ্যোতির্বিজ্ঞানের ভাষায়, একে বলে সুপার ব্লাড মুন।
আজ বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে পাবনার রেলস্টেশন এলাকায় রক্তিম চাঁদের দেখা মেলে। প্রথম আলোর পাবনার আলোকচিত্রী হাসান মাহমুদ সন্ধ্যায় জানান, এর আগে পূর্ণ চন্দ্রগ্রহণও হয়েছিল। তবে আকাশে মেঘ থাকায় তা খালি চোখে দেখা যায়নি। চন্দ্রগ্রহণের পর চাঁদ লালচে রং ধারণ করে। খুব অল্প সময়ের জন্য রক্তিম চাঁদ পাবনার আকাশে উঁকি দিয়েছিল।