প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পড়েছে মেঘনা উপকূলীয় এলাকা লক্ষ্মীপুরেও। বুধবার দুপুরে হঠাৎ জোয়ারের পানি অতিরিক্ত বেড়ে কমলনগরের একাধিক সড়ক ভেঙে কয়েকটি এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। লোকালয়ে পানি ঢুকে কমলনগর ও রামগতির নদী তীরবর্তী অন্তত ৬টি গ্রামের শত শত ঘর বাড়ি ডুবে গেছে।
এতে করে চরম বিপাকে পড়েছেন এ দুই উপজেলার লাখো মানুষ। বেরি বাঁধ না থাকায় যে কোন ধরণের বন্যা কিংবা জলোচ্ছাসে এমন পরিস্থিতির শিকার হতে হন এ উপকূলের নদী তীরবর্তী বাসিন্দাদের। সরকারের সহায়তা চাইলেন ভুক্তভোগী এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।