রোজিনা ইসলামকে হেনস্তার নিন্দা জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি

প্রথম আলো প্রকাশিত: ২১ মে ২০২১, ১২:৩৭

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর হাতে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির সভাপতি মো. আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে শিক্ষকনেতারা উল্লেখ করেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে সাংবাদিক রোজিনা ইসলামকে একান্ত সচিবের কক্ষে আনুমানিক বেলা তিনটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আটকে রাখা হয়। এ সময় তাঁকে শারীরিক ও মানসিকভাবে হয়রানি করা হয়। মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে অবমাননাকর ও অপমানসূচক কথাবার্তাও বলেন। কর্মকর্তা-কর্মচারীরা তল্লাশি করে তাঁর মুঠোফোন ও ব্যাগ ছিনিয়ে নেন। এ ছাড়া, মন্ত্রণালয়ের এক কর্মচারী রোজিনা ইসলামকে জোরপূর্বক ও নিয়মবহির্ভূত উপায়ে তল্লাশি করেছিলেন, এমন একটি ভিডিও ক্লিপ সমিতির নজরে এসেছে। স্বাভাবিক কারণেই জনমনে প্রশ্ন জেগেছে, এটি তাঁর ওপর পরিকল্পিতভাবে কালিমা লেপনের চক্রান্ত কি না। কেননা, সম্প্রতি রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি ও অনিয়মবিষয়ক বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

কারামুক্ত রোজিনা ইসলাম হাসপাতালে

প্রথম আলো | স্কয়ার হাসপাতাল
৩ বছর, ৬ মাস আগে

ভিডিও স্টোরি: সাংবাদিকতাই করবেন রোজিনা ইসলাম

প্রথম আলো | কাশিমপুর কেন্দ্রীয় কারাগার
৩ বছর, ৬ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us