প্রায় দেড় বছর হতে চললো পৃথিবী এক নতুন কিন্তু ভয়াবহ অবস্থার মুখোমুখি হয়েছে। এর আগে কখনও প্রায় পৃথিবী জুড়ে অধিকাংশ মানুষ একই সমস্যায় আক্রান্ত হয়ে একই আতঙ্কে বিপর্যন্ত হয়নি, একই অনিশ্চয়তায় বিপন্ন-বিষণ্ণবোধ করেনি। এই ভূমণ্ডল ২০১৯ সালের বছরের শেষ দিকে এমন এক শত্রুর কবলে পড়েছে যে শুধু অপরিচিতই নয়, অদৃশ্যও। করোনাভাইরাস বা কোভিড-১৯ নামের এই শত্রু পৃথিবীর মানব প্রজাতির বিরুদ্ধে হত্যার পরোয়ানা নিয়ে ছুটে চলেছে এক দেশ থেকে আরেক দেশে। কোথাও কম তো কোথাও বেশি। জ্ঞান-বিজ্ঞান নিয়ে মানুষের এতো গর্ব, এতো অহংকার সব ধুলায় মিশিয়ে দিয়েছে করোনাভাইরাস। তার সংহাররূপ দেখে সবাই ভীত, বিচলিত, আতঙ্কিত। করোনার জেদ, সে মানুষকে মারবেই। মানুষের জেদ, সে বেঁচে থাকবে। মানুষ পরাজিত হতে জানে না। হোঁচট খায়, বাধা পায়, মৃত্যুর মুখে দাঁড়ায় কিন্তু ভোলে না জীবনের জয়গান গাইতে। এবার দেখার বিষয় করোনা-যুদ্ধ জয়ে মানুষ কতোটা ক্ষতির বিনিময় কী উপায়ে জয়লাভ করে।