যেকোনো গোলরক্ষকের কাজ মূলত নিজেদের জাল অক্ষত রেখে আক্রমণভাগে ভরসা দেয়া। কিন্তু লিভারপুলের অ্যালিসন বেকার দেখালেন, গোলরক্ষক হয়েও গোল করার মাধ্যমে দলের জয়ে প্রত্যক্ষ অবদান রাখা সম্ভব। তাও নিখুঁত স্ট্রাইকারের মতো হেডে করা এক গোলে।
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা আগেই চলে গেছে ম্যানচেস্টার সিটির ঘরে। পয়েন্ট টেবিলের পরের দলগুলো এখন লড়ছে শীর্ষ চারে থেকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে। গোলরক্ষকের গোলে সেই আশা বাঁচিয়ে রাখল লিভারপুল।